প্রকাশিত: Sun, Jul 16, 2023 10:57 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:58 AM

[১]ইসির নিবন্ধন পেলো বিএনএম ও বিএসপি [২]বাদ পড়লো মান্না ও নুরের দলসহ ১০ পার্টি


এম এম লিংকন: [৩] নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম জানান, যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) বিষয়ে সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৬ জুলাইয়ের মধ্যে কারো কোন আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নিবে। 

[৪] রোববার রাজধানীর নির্বাচন ভবনে কমিশন সভা শেষে  সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

[৫] নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছিলো ১২টি দল। বাদ পড়া ১০টি দল হচ্ছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, নুরুল হক নুরের গণ-অধিকার পরিষদ, এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

[৬] ইসি সচিব জানান, দলগুলোর বিষয়ে ধাপে ধাপে যাচাই বাছাই করা হয়েছে। মাঠ পর্যায়ে অফিস, কমিটি ও জনবল থাকার কথা-  এগুলো সব যাচাই করেছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব